Breaking News

পাইকগাছার লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুলের এসএসসি- ৮৭ ব্যাচের পূনর্মিলন

পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছার ঐতিহ্যবাহী লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুলের এসএসসি-১৯৮৭ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ২৭ ডিসেম্বর গতকাল সকালে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, স্মৃতিচারণ, আলোচনা সভা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

পুরো অনুষ্ঠান জুড়েই ছিল শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর আনন্দ। এ অনুষ্ঠানের মাধ্যমেই ৩৮ বছর পর একত্রিত হয় ৮৭ ব্যাচের শিক্ষার্থীরা। “উৎসবে আনন্দে এসো, স্কুলে নন্দনে, মিলে প্রাণের বন্ধনে” স্লোগান যেন পূর্ণত পায় শিক্ক, শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের মিলনমে লায়।

প্রিয় শিক্ষাঙ্গনে একে অপরের সঙ্গে দেখা, গল্প, আড্ডা নছবি তোলা সবকিছুতেই এক অন্যরকম ভালো লাগা অনুভব করেন প্রাক্তন শিক্ষার্থীরা।

এমন অনুষ্ঠানে আসতে পেরে নিজেদের ধন্য মনে করেন অনেকেই। প্রতিষ্ঠানের প্রাক্তন সহকারী শিক্ষক (গণিত) অলিয়ার রহমান বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর ও অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী সিনিয়র সাংবাদিক আমিরুলইসলাম কাগজী।

সম্মানিত অতিথি ছিলেন অব. সহকারী প্রধান শিক্ষক রূপ কুমার রায়, শুকল্যাণ রায়, কৃষ্ণপদ মন্ডল, গোলক চন্দ্র বাইন, এস এম হামিদুল্লাহ, আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন প্রধান অতিথির সহধর্মিণী জোসনা আক্তার।

উপস্থিত ছিলেন ৮৭ ব্যাচের মুশফিকুর রহমান মিঠু, আব্দু ল কুদ্দুস সানা, বেনজীর আহমেদ, আলহাজ্ব ইবাদুল হক গাইন, আকতার উজ্জামান, দীনেশ চন্দ্র রায়, ভার্চুয়াল ফসিউদ্দিন মাহতাব, স্বপ্নন মন্ডল, রফিকুল ইসলাম, বঙ্কিম চন্দ্র মন্ডল, জিএম আমিরুল ইসলাম, সাইফুল ইসলাম, নাজমা বেগম, মাসুমা বেগম, হুমায◌়ুন কবির নান্নু, হুমা য◌়ুন কবির, মফিজুল ইসলাম, বাবুরাম মন্ডল, আজিজুর রহমান, হাশেম আলী, খায়রুল আলম, শংকর সরকার, তাপস ঢালী, তাপস সরদার, আঃ ছাত্তার, অমল কৃষ্ণ গাই ন, মোশরাফুল আলম, অমলরাজ মন্ডল, হেমায়েত উদ্দি ন, ইসলাম বিশ্বাস, রোকন উদ্দিন, ফজলুল হক, মোখলে ছুর রহমান, হায়দার বিশ্বাস, আঃ হালিম, আকবর আলী, জাহাঙ্গীর আলম, আবুল বাশার, লতিফ কাগজী, হাফি জুর রহমান, মনছুর সরদার, শফিকুল ইসলাম, হালিম গাইন, খানজাহান আলী, বাহারুল ইসলাম, কামরুল ইস লাম, সুরঞ্জন রায় ও রেজাউল করিম সহ তাদের পরি বারের সদস্যরা। অনুষ্ঠান শেষে প্রয়াত শিক্ষক ও বন্ধুদের রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অবঃ সহকারী শিক্ষক আব্দুল মালেক।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …