পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে জিএম আব্দুস সাত্তার ও জিএম আককাছ আলি পুনরায় সভাপতি সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৩০ নভেম্বর।রোববার সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্য ন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে সমিতির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৭০ জন ভোটার তাদের।ভোটাধিকার প্রয়োগ করেন। যার মধ্যে ৬ জন ভোটার অনলাইনে ভোট প্রদান করেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে এড ভোকেট জিএম আব্দুস সাত্তার সর্বোচ্চ ৪৮ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হন।
এনিয়ে ৭ম বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন বর্ত মান সভাপতি জিএম।আব্দুস সাত্তার। তার নিকটতম এড ভোকেট প্রশান্ত কুমার মন্ডল পান ২০ ভোট।
২টি ভোট বাতিল ঘোষণা করা হয়। এর আগে ১০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এরা হলেন সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক ও সরকারি।আইন কর্মকর্তা এপিপি বেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিএম।আক্কাস আলী, যুগ্ম সম্পা দক অ্যাডভোকেট মো. একরামুল হক বিশ্বাস, ক্রীড়া ও
সমাজকল্যাণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো.্আমিনুল ইসলাম, লাইব্রেরী সম্পাদক রাশনা শারমিন আঁখি,৩ জন সদস্য মোঃ।
আব্দুল মালেক, অনাদি কৃষ্ণ মন্ডল এবং মোঃ সাইফু দ্দী ন। প্রধান নির্বাচন।কমিশনার ছিলেন এডভোকেট মোজা ফফর হাসান। সহকারী নির্বাচন কমিশনার।ছিলেন অবনী মোহন সানা ও শেখ বারিকুল ইসলাম।
Bartabd24.com সব খবর সবার আগে