Breaking News

পাটকেলঘাটায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার পাটকেলঘাটায় ভাড়ায় চালিত মোটর সাই কেল চালক অহিদ মোড়ল (৩৪) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে পাটকেলঘাটা থানার চারাবটতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অহিদ মোড়ল সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খলিশখালী ইউনিয়নের হাজরাপাড়া গ্রামের মো. আব্দুর রশিদ মোড়লের ছেলে।
স্থানীয় বাসিন্দা মাহমুদুল ইসলাম জানান, অহিদ মোড়ল পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। বুধবার তিনি মোটরসাইকেল নিয়ে বের হয়ে রাতে বাড়ি ফেরেননি। ধারণা করা হচ্ছে যাত্রীবেশি  অজ্ঞাত দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি ভাড়া নিয়ে রাতে শ্বাসরোধ করে তাকে হত্যার পর মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে মোটর সাইকেল নিয়ে পািিলয়ে যায়।
ভোরে স্থানীয়রা চারাবটতলা এলাকায় একটি মরদেহ পড়তে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহি নুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের খব রের ভিত্তিতে চারাবটতলা এলাকা থেকে আমরা একটি মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক।

ময়না তদন্তের জন্য মরদেহটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান তিনি।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …