সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খলিশখালীতে জাল টাকার কারখানা আবিস্কার করেছে র্যাব।
এসময় জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার, মনিটর, কালার প্রিন্টারসহ প্রয়োজনীয় সামগ্রী নগদ ৩ লাখ ৩৯ হাজার ৬০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকের্যাব-৬, সিপিসি-৩, যশোর এর সদস্যরা পাটকেলঘটার গনেশপুর গ্রামে অভিযান চালিয়ে এই জাল টাকাসহ টাকা তৈরীর সরঞ্জাম উদ্ধার করে র্যাব সদস্যরা।
এরআগে বিকাল সোয়া ৪ টার দিকে যশোর কোতয়ালী মডেল থানার মনিহার সিনেমা হলের পাশের চায়ের দোকা ন থেকে মো. ইব্রাহিম গাজি (১৯) নামের এক যুবককে ৯০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।
গ্রেপ্তারকৃত যুবক ইব্রাহিম গাজি সাতক্ষীরার পাটকেলঘা টা থানার খলিশখালী ইউনিয়নের গনেশপুর গ্রামের কাশে ম আলী গাজীর ছেলে।
র্যাব সূত্র জানায়, র্যাব-৬, সিপিসি-৩, যশোর এর আভিযা নিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন মনিহার সি নেমা হলের পাশে চায়ের দোকানে কতিপয় ব্যক্তি বাং লাদেশী নকল পত্রমূদ্রা (ব্যাংক নোট/জাল টাকা) বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বিকাল সোয়া ৪টার দিকে উল্লেখিত দোকানে অভিযান চালিয়ে
৯০ হাজার টাকার জাল নোট সহ ইব্রাহিম গাজীকে গ্রেপ্তা র করা হয়।
তাকে জিজ্ঞাসাবাদে সে জানায়, তার বসতবা ড়িতে জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ আরো জাল টাকা আছে।
পরে ইব্রাহিমকে সাথে নিয়ে রাত সাড়ে ৮ টার দিকে সাত ক্ষীরার পাটকেলঘাটার গনেশপুর গ্রামে তার বসতবাড়িতে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির সরঞ্জামাদি কম্পিউ টার, মনিটর, কালার প্রিন্টার ও প্রয়োজনীয় সামগ্রীসহ আ রো ৩ লাখ ৩৯ হাজার ৬০০ টাকার জাল টাকা উদ্ধার করা হয়।
সব মিলিয়ে ইব্রাহিমের কাছ থেকে ৪ লাখ ২৯ হাজার ৬০০ টাকার জাল টাকা উদ্ধার করে র্যাব সদস্যরা।
গ্রেপ্তারকৃত ইব্রাহিম গাজির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত আলামত সমূহ ও আসামিকে পর বর্তী আইনগত ব্যবস্থা গ্রহণেরজন্য যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৬, সিপিসি-৩, যশোর এর পাঠানো এক প্রেসবিজ্ঞ প্তিতে এতথ্য নিশ্চিত করা হয়।
Bartabd24.com সব খবর সবার আগে