আলিফ হোসেন,তানোরঃ
‘যে মুখে ডাকি মা,সে মুখে মাদক না’ প্রতি পাদ্যকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদক বিরোধী অভি যান পরিচালনা করা হয়েছে।
জানা গেছে,১০ জানুয়ারি শনিবার উপজেলা নির্বাহী কর্ম কর্তা (ইউএনও) লিয়াকত সালমানের সার্বিক সহযোগী তায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ পুঠি য়া উপজেলার উজালপুর, নন্দনপুর ইকোপার্ক, কৃষ্ণপুর আদিবাসী পাড়া, বানেশ্বরের সোনার বাংলা হোটেলসহ বিভিন্ন এলাকার কয়েকটি স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করা হয়।
আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
এবিষয়ে সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ বলেন, যুব সমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারী মাদক বিক্রে তা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠো র থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে।
এদিকে মাদক বিরোধী অভিযানকে সুশীল সমাজ সাধু বাদ জানিয়েছেন। তারা এমন অভিযান চলমান রাখার আহবান জানান।
Bartabd24.com সব খবর সবার আগে