Breaking News

পে- স্কেল সভায় অনুপস্থিত অনেক সচিব, ফের বৈঠক করবে কমিশন

ডেস্ক নিউজ:নতুন সরকারি বেতন কাঠামো প্রণয়নের জ ন্য আজ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে সভা করে ছে জাতীয় বেতন কমিশন।

সভায় সচিবদের মতামত গ্রহণ করেছে কমিশন। শিগগি রই কমিশন তাদের রিপোর্ট জমা দেবে।

আজ সোমবার (২৪ নভেম্বর) বিকেলে দ্য ডেইলি ক্যাম্পা সের সাথে আলাপকালে এসব কথা জানান জাতীয় বেত ন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান।

একই সঙ্গে বিষয়টি নিয়ে সচিবদের সঙ্গে ফের বৈঠক করার কথাও জানিয়েছেন তিনি।

সভা শেষে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, ‘আলোচনা ফলপ্রসূ হয়েছে। সব সচিব সভায় আ সেননি।

পরবর্তীতে সচিবদের নিয়ে আবারও আলোচনা করা হবে। আলোচনা শেষে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে পারব বলে আশাবাদী।’

এর আগে বিকেল ৩টায় কমিশনের সম্মেলন কক্ষে বিভি ন্ন মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে সভা শুরু করে জাতীয় বেতন কমিশন।

তবে সব মন্ত্রণালয়ের সচিবরা সভায় উপস্থিত ছিলেন না। দুই ঘণ্টাব্যাপী চলা ওই বৈঠক শেষ হয় বিকাল ৫টায়।

এ বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ বা বক্তব্য দেয়নি কমিশন।

যদিও বৈঠক সূত্রে জানা যায়, নতুন সরকারি বেতন কাঠা মো প্রণয়নের জন্য নানা ইস্যুতে সচিবদের মতামত গ্রহণ করেছে কমিশন।

তারাও নানা বিষয়ে কথা বলেছে ন, মতামত দিয়েছেন। কমিশন তাদের বক্তব্যগুলো গুরুত্ব সহকারে নিয়েছে এবং তা পরবর্তীতে সুপারিশ সমূহে প্রয়োজনের আলোকে সংযু ক্ত করবে।

সূত্রটি জানায়, সচিবদের সঙ্গে বৈঠকটি মূলত কমিশনের শেষ ধাপের বৈঠক।

কারণ, তাদের মতামতই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর আগে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী সংগঠনের সঙ্গে মতবি নিময় করে তাদের কাছ থেকে বেতন কাঠামোর প্রস্তাব নেওয়া হয়েছিল।

এসব প্রস্তাব ইতোমধ্যে খুঁটিনাটি বিশ্লেষণ করা হয়েছে। এখন সেই বিশ্লেষণের ভিত্তিতে নতুন পে-স্কেল কী রূপ নিতে পারে এবং কবে থেকে তা কার্যকর করা সম্ভব।

এসব বিষয়ে সচিবদের সঙ্গে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

 

About admin

Check Also

ঝিনাইদহের সবজি বোঝায় আলম সাধুর চালক কেশবপুরে সড়ক দূঘটনায় নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ থেকে কাঁচা সবজি নিয়ে খুলনার চুকনগরের উদ্দ্যেশে যাওয়ার পথে সড়ক দূঘটনায় আলম …