Breaking News

পোস্টাল ভোট নিবন্ধনের সময় বাড়লো ৫ জানুয়ারি পর্যন্ত

ডেস্ক নিউজ:আজ ৩১ ডিসেম্বর পূর্বঘোষিত সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও প্রবাস ও দেশের অভ্যন্ত রে নিবন্ধনের সময় আরো পাঁচ দিন বাড়ানো হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত ১১ লাখ ২৫ হাজার ২৬৩ জন ভোটার নিবন্ধন করেছেন।
ভোটারদের অনুরোধের পরিপ্রেক্ষিতে নিবন্ধনের সময় সীমা আগামী ৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েব সাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী,মোট নিবন্ধিত ভোটারের মধ্যে পুরুষ নয় লাখ ৮০ হাজার ৪২৪ জন এবং নারী এক লাখ ৪৪ হাজার ৮৩৭ জন।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান,পূর্বঘোষিত সময়সীমা আজ ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও প্রবাস ও দেশের অভ্যন্তরের ভোটারদের বিশেষ অনুরোধে নিবন্ধনের সময় আরো পাঁচ দিন বাড়ানো হয়েছে। ‘
পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলা দেশী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরি জীবীরা এই নিবন্ধনের সুযোগ পাচ্ছেন।
এছাড়া আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটার রাও পোস্টাল ভোটের এই সুবিধা নিতে পারবেন।
প্রবাসী ভোটারদের পরিসংখ্যান:প্রবাসী ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে, যার সংখ্যা এক লাখ ৯৭ হাজার ১২ জন।
এরপর কাতারে ৬৮ হাজার ৬৬৮, মালয়েশিয়ায় ৬৩ হাজার ৮৩, ওমানে ৫০ হাজার ৩৯ এবং সংযুক্ত আরব আমিরাতে ৩১ হাজার ৫৫৫ জন ভোটার নিবন্ধন সম্প ন্ন করেছেন।
১৮ নভেম্বর থেকে চালু হওয়া এই অ্যাপের মাধ্যমে বিশ্বের ১৪৮টি দেশের প্রবাসীরা নিবন্ধনের সুযোগ পাচ্ছেন।
দেশের অভ্যন্তরে নিবন্ধন:দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন চার লাখ ৭১ হাজার ৭৮৪ জন।
জেলাভিত্তিক তালিকায় শীর্ষে রয়েছে কুমিল্লা যার সংখ্যা ৮৮ হাজার ৬৮২ জন। এরপর ঢাকায় ৮২ হাজার ১৮৫ ও চট্টগ্রামে ৭৫ হাজার ৫৮৯ জন।
আসনভিত্তিক হিসেবে ফেনী-৩ আসনে সর্বোচ্চ ১৪ হাজার ১৩৯ জন নিবন্ধন করেছেন। এরপর চট্টগ্রাম- ১৫ আসনে ১১ হাজার ৫৮৯ জন ও নোয়াখালী-১ আসনে ১১ হাজার ৪৭৬ জন নিবন্ধন করেছেন।
ব্যালট প্রেরণ কার্যক্রম:প্রবাসী ভোটারদের নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে নিশ্চিত করেছেন যে গত ১২ দিনে বিশ্বের বিভিন্ন দেশে চার লাখ ৪৫ হাজা র ৭২৫ জন প্রবা সী ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।
এর মধ্যে গতকাল মঙ্গলবার এক দিনেই পাঠানো হয়েছে ২৭ হাজার ৪৪২টি ব্যালট।
নির্বাচন কমিশন জানায়,নিবন্ধনের জন্য প্রবাসী ভোটার দের অবশ্যই সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার কর তে হবে।

About admin

Check Also

ঝিনাইদহের সবজি বোঝায় আলম সাধুর চালক কেশবপুরে সড়ক দূঘটনায় নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ থেকে কাঁচা সবজি নিয়ে খুলনার চুকনগরের উদ্দ্যেশে যাওয়ার পথে সড়ক দূঘটনায় আলম …