পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর:প্রতি বছরের ন্যায় এবারও বাসাসেস থেকে সম্মাননা পাচ্ছেন দেশের সাত জন গুণিজন। বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসা সেস) প্রতি বছরের ন্যায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য যাচাই-বাছাই পূর্বক সাত গুণি জনকে এ সম্মাননা প্রদান করবেন বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন। তিনি আরও জানিয়েছেন, আগামী ১৫ নভেম্বর-২৫ শনিবার বিকেলে কেশবপুর শহ রে আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থা ‘সমাধান’ মিলনায়তনে হৈমন্তিক কবিতা উৎসব ও গুণিজ ন সম্মাননা অনুষ্ঠানে ওই খেতাব ও পুরস্কার প্রদান করা হবে।
বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি ও নাট্টকার মুহম্মদ শফি-এর সভাপতিত্বে এ বিষয়ে এক সভায় সদস্যদের সম্মিলিত উদ্যোগে যাচা ই-বাছাই পূর্বক ওই সিদ্ধান্ত গ্রহণ করে সাত জন গুণিজ নের নাম প্রকাশ করেন।
খেতাব ও পুরস্কারপ্রাপ্ত সৌভাগ্যবানরা হলেন, ‘বঙ্গভূষণ খেতাবৃ -২০২৫’ অবলাকান্ত মজুমদার (মরণোত্তর) (সাহি ত্যে সাংগঠনিক দক্ষতা), প্রফেসর ইমেরিটাস ড. আনি সুজ্জামান (দর্শন-বিজ্ঞান) ও পলাশউদ্দিন খলিফা (বাংলা মিনিয়েচার রীতি)।
‘
মহাকবি মধুসূদন পুরস্কার-২০২৫’ প্রাপ্তরা হলেন, আনো য়ারুল ইসলাম (কবিতা), বিভূতিভূষণ মন্ডল (প্রবন্ধ-গবে ষণা), জাহীদ ইকবাল (সামগ্রিক অবদান) ও বিশ্বজিৎ ঘো ষ (নাটক)। বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ বিশেষ অব।দানের জন্য স্ব স্ব ক্ষেত্রে প্রতি বছর এ পদক প্রদান করে থাকে।
Bartabd24.com সব খবর সবার আগে