Breaking News

প্রার্থীদের নিরাপত্তায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও দেহরক্ষী নিয়োগে নীতিমালা জারি

ডেস্ক নিউজঃ প্রার্থীদের নিরাপত্তায় আগ্নেয়াস্ত্রের লাইসে ন্স ও দেহরক্ষী নিয়োগে নীতিমালা জারি করেছে।

এর ফলে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা নিরাপত্তা ঝুঁকির কারণে আগ্নে য়াস্ত্র রাখার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন কর তে পারবেন।

এক্ষেত্রে যাচাই-বাছাইয়ে সব শর্ত পূরণ হলে তাকে অস্ত্র ও দেহরক্ষী রাখার অনুমতি দেবে সরকার।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈ তিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিরা পত্তায় তাদের নামে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এবং দেহরক্ষী নিয়োগে নীতিমালা জারি করেছে অন্তর্বর্তী সরকার।

এর ফলে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা নিরাপত্তা ঝুঁকির কারণে আগ্নে য়াস্ত্র রাখার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন কর তে পারবেন।

এক্ষেত্রে যাচাই-বাছাইয়ে সব শর্ত পূরণ হলে তাকে অস্ত্র ও দেহরক্ষী রাখার অনুমতি দেবে সরকার।

তবে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের মেয়াদ থাকবে নির্বাচনের ফলাফল ঘোষণার তারিখ হতে পরবর্তী ১৫ দিন।

এরপরে লাইসেন্স স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এতে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে র সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং নির্বাচনকালীন সহিং সতা প্রতিরোধে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগের লক্ষ্যে সরকার এ নীতিমালা প্রণ য়ন ও জারি করেছে।

সূত্র: বিবিসি

About admin

Check Also

ঝিনাইদহের সবজি বোঝায় আলম সাধুর চালক কেশবপুরে সড়ক দূঘটনায় নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ থেকে কাঁচা সবজি নিয়ে খুলনার চুকনগরের উদ্দ্যেশে যাওয়ার পথে সড়ক দূঘটনায় আলম …