Related Articles
রাজশাহীর পুঠিয়া উপজেলায় অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কেটে বিক্রি করায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সেভেটর (ভেকু) মেশিন জব্দ করে অকেজো করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্ম কর্তা (ইউএনও) লিয়াকত সালমানের নির্দেশনায় উপজে লা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে শনিবার পুঠিয়া উপজেলার ধোকড়াকুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার কাজে একটি এক্সেভেটর ব্যবহার করা হচ্ছিল
এদিকে অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরিবহনের সুযোগ না থাকায় জব্দকৃত এক্সেভেটরটি ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, ফস লি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কাটা সম্পূর্ণ অবৈধ এবং পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশা সন কঠোর অবস্থানে রয়েছে।
ভবিষ্যতেও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভি যান অব্যাহত থাকবে।উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষি জমি রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এদিকে একাধিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কৃষি জমি রক্ষা করায় সাধারণ মানুষ অভিযানের ভুয়সী প্রশংসা করেছেন। #
Bartabd24.com সব খবর সবার আগে