ঝিনাইদহ প্রতিনিধি:
ঢাক-ঢোল ও বাদ্যের তালে তালে র্যালিসহ নানা আয়ো জনে বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে ঝিনাইদহ জেলা বিএনপি।
শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় ঐতিহাসিক ৭নভেম্বর বিপ্লব ও জাতয়ি সংহতি বিদস উপলক্ষে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যলয়ের সামনে থেকে জেলা বিএনপির
সভাপতি এ্যাড. এম এ মজিদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়,
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে স্বাধীনতা চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এদিন সকাল থেকেই বিভিন্ন ইউনিয়নের গ্রাম-গঞ্জ থেকে ঢাক-ঢোল নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে বিএনপি নেতা-কর্মীদের খন্ড খন্ড র্যালিতে শহর কানাই কানাই ভরে উঠে, সৃষ্টি হয় জন¯্রােতের। র্যালি পরবর্তী সমাবেশে জেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা, বিপ্লব ও জাতীয় সংহতি দিবসের তাৎ পর্য তুলে ধরে আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জা নান।
এসময় মিছিলে অংশগ্রহনকারীরা মনোনয়ন প্রত্যা শি এম.এ মজিদের সমর্থনে শ্লোগানদেন এবং তার ছবি যুক্তফেস্টুন প্রদর্শণ করতে থাকেন।
Bartabd24.com সব খবর সবার আগে