Breaking News

বসন্তকেদার ডিগ্রি কলেজে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া 

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলার বসন্তকেদার ডিগ্রি  কলেজের আয়োজনে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে কলেজ অডিটোরিয়ামে গণতন্ত্রের মানসকন্যা, রাষ্ট্রের অতীব গুরুত্বপূর্ণ ও সম্মানিত  ব্যক্তি, মানবতার মা ,তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ  আব্দুর রশীদের সভাপ তিত্বে  ও সহকারী অধ্যাপক মফিজ উদ্দীন সরকারের সঞ্চালনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।এ সময় উপস্থিত শিক্ষক-কর্মচারীদের মধ্য থেকে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মজিবুর রহমান, সহকারী অধ্যাপক রবিউল হোসেন, প্রভাষক খোন্দকার জিল্লুর রহমান মিঠু, সহকারী অধ্যাপক আমানুল্লাহ ও সহকারী অধ্যাপক রইস উদ্দীন প্রমুখ। বক্তাগণ বলেন বেগম খালেদা শুধু মাত্র বিএনপি’র নেত্রী নন তিনি গোটা বাংলাদেশের আ পামর জনসাধারণের মানবতার এক মহান দেশ দরদী নেত্রী।
বর্তমানে ইন্টেরিম সরকার ঘোষিত তিনি দেশের একজন অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ায় তাঁর জন্য দেশ-বিদেশের সর্বত্রই দোয়া করা হচ্ছে।
এরই অংশ হিসেবে বসন্তকেদার ডিগ্রি কলেজ বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায়  আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রউফ সরকার।#

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …