Breaking News

বাগেরহাটে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দল নেত্রী পাইলট রেন জিনা আহমেদ প্রিয়াংকার পক্ষ থেকে অসহায় ও দুস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এই সেলাই মেশি ন বিতরণ করা হয়।

সময়, বাগেহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, সদর উপজেলা বিএনপির সাংগ ঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, সাংবাদিক আবু সাইদ শুনু, সাংবাদিক নকিব সিরাজুল হক, ফকির হাসান আলী, এসএস শোহানসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলে ন।

মহিলা দল নেত্রী পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা ব্যক্তিগত উদ্যোগে অর্ধশতাধিক নারীর মাঝে সেলাই মে শিন বিতরণ করেছেন।

দুস্থ নারীদের সাবলম্বী করতে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …