Breaking News

বাগেরহাটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষা উপকরন বিতরণ

বাগেরহাটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষা উপকরন বিতরণ ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সং হতি দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও
শিক্ষা উপকরন বিতরণ করেছে বাগেরহাট জেলা ওলা মাদল।
রবিবার (১১ নভেম্বর) বিকালে বাগেরহাট সদর উপ জে লার ষাটগম্বজ বায়তুশ র্শফ।হিফ্জখানার শতা ধিক ছাত্র দের মাঝে এ শিক্ষা উপকরন বিতরণ করা হয়। শিক্ষা উপ করন বিতরণের পূর্বে এক আপলোচনা সভা ও দোয়া মাহ ফিল অনুষ্ঠিত হয়।
সদস্য সচিব মাওলানা জাহিদুল ইসলাম সঞ্চলনায় অনু ষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা ওলামাদলের আহবায়ক আলহাজ্ব শেখ হেমায়েত উদ্দিন ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, সিনিয়র যুগ্ন আহ বায়ক আব্দুল হামিদ মল্লিক, সদর থানার সভাপতি মাহ মুদুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম, চিতল মারি থানার জেলা ওলামাদলের সদস্য মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা ইয়াসিন শরিফুল ইসলাম তুষার, আ ব্দুস সবুর, কচুয়া থানার হাফেজ হুমায়ুন কোবির, ফকি রহাট থানার নাহিদ খান, মাওলানা জাহিদ সহ নেতৃবৃন্দরা
উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকা লীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল।
দেশ ও জাতি পেয়েছিল নতুন দিশা। এই পটপরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্ব ভৌ মত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে।

গণতন্ত্র অর্গলমুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যায়, এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …