Breaking News

বাগেরহাট প্রশাসন ও নাগ‌রিক নেতা‌দের সাথে সংলাপ অনুষ্ঠিত

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটে সদর উপজেলা প্রশাসন ও নাগ‌রিক ফোরা‌ মের নেতা‌দের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (৭ ডিসেম্বর ) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশের সভাকক্ষে  “সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও আমাদের করণীয়” শীর্ষক এই সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে উদয়ন বাংলাদেশ ও আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ।
প্রকল্পটিতে অর্থায়ন করেছে এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ।
উদয়ন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক সাংবাাদিক ইসরাত জাহান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক, সন্তোষ কুমার নাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসা র এস এম মোর্শেদ, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের প্রশাস ক ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের অফি সার মোঃ জাহিদুল ইসলাম, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদে র ইউপি প্রশাসনিক কর্মকর্তা, জাহাঙ্গীর আলম আকন ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা জয়দেব কুমার হুই উপজেলা নাগরিক কমিটির সভাপতি প্রভাষক কামরুল ইসলাম,সাধারণ সম্পাদক নাদিরা আকরাম,অনুষ্ঠানে ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক ফোরা মের সভাপতি কোহিনুর বেগম বলেন-সরকারের সেবা সমুহে গতিশীল করার লক্ষে স্বচ্ছতা জবাবদিহিতা ও মর্যা দা সুনিশ্চিত করে সমাজের প্রান্তিক মানুষেরা অনগ্রসর  অতি দরিদ্র, দুর্যোগ কবলিত ও দুর্গম জনপদের মানুষ, প্রতিবন্ধী, বিধবা,সহিংসতার শিকার নারী, লিঙ্গীয় বৈচি ত্রের মানুষদের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বেশী করে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
কিন্তু দারিদ্র, যোগাযোগের অভাব, তথ্যের অভাব, পক্ষপা তিত্বমূলক আচরণ বা রাজনৈতিক বিরোধের মতো বিভিন্ন কারণে অনেক সময় তাঁরা তাদের অধিকার থেকে বাঞ্ছিত হয়।
তাই এর প্রতিকারে প্রশাসনের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সরকারি কর্মকর্তাদের জোরালো ভূমিকা রাখা প্রয়োজন ।
তাই প্রশাসনের সাথে নাগরিকদের এ ধরণের সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ । প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় “নাগরিক” প্রকল্পের আওতায় বাগেরহাট সদর উপজেলা র ষাটগম্বুজ ও কাড়াপাড়া ইউনিয়র নাগরিক ফোরাম কাজ করে যাচ্ছে।
 প্রান্তিক মানুষের কণ্ঠস্বর আরও শক্তিশালী করার লক্ষ্যে এসডিজি ৫ ও ১৬ বাস্তবায়নে উদয়ন বাংলাদেশ কাজ করে যাচ্ছে।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …