Breaking News

বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে সাঈদ শুনু সভাপতি, লিটন সম্পাদক নির্বাচিত

ফকির গোলাম তাবরেজ, বাগরেহাট প্রতিনিধি ঃ
বাগেরহাট প্রেস ক্লাব নির্বাচনে মানবজমিন পত্রিকার বাগেরহাট প্রতিনিধি আবু সাঈদ শুনু সভাপতি ও দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি এম হেদায়েত হোসাইন
লিটন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যরা হলেন , সহ সভাপতি এস এমn রাজ (দৈনিক ঢাকার ডাক), সহ সাধারন সম্পাদক ইয়ামিন আলী (যমুনা টিভি) ,অর্থ সম্পাদক আমিরুল ইসলাম বাবু (এটিএন বাংলা), দপ্তর সম্পাদক এস এম সামছুর রহমান (আর টিভি), তথ্য প্রযুক্তি সম্পাদক এস এস সোহান ( স্টার টিভি),ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম (চ্যানেল ২৪)। নির্বাহী সদস্যরা হলেন, আলী আকবার টুটুল (সময় টিভি), তরফদার রবিউল ইসলাম (এনটিভি),মোল্লা আব্দু র রব (জন্মভূমি),মোল্লা মাসুদুল হক (বাংলা ভিশন), সোহেল রানা (গেøাবাল টিভি), সৈয়দ শওকত হোসেন (দৈনিক ভোরের দর্পণ)।
বাগেরহাট প্রেসক্লাবের নির্বাচন শেষে রাতে ফলাফল ঘোষনা করেন, নির্বাচন কমিশনার মো: কামরুজ্জামান। এসময় সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন
করেন, অলিপ ঘটক।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …