Breaking News

বিএনপির নেতা ও সাবেক পৌর মেয়র মাহাবুবার রহ মানের ইন্তেকাল, জেলা বিএনপির একদিনের শোক প্রস্তাব

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালী গঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক ও পৌরস ভার সাবেক মেয়র আলহাজ¦ মাহবুবার রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে যশোর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শহরের থানা পাড়ার বাসিন্দা মরহুম মাহাবুবার রহমান বার্ধক্য জনিত কারনে গত সপ্তাহে ঢাকাতে চিকিৎসা শেষে নিজ বাড়িতেই ছিলেন।

সোমবার বেলা ১১ টায় আবারো অসুস্থ হয়ে পড়লে তাকে যশোরে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত সাড়ে ১২ টায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বেলা ১২ টায় কালীগঞ্জ সরকারী নলডাঙ্গা ভূষন স্কুল মাঠে মরহুমের ১ম জানাজা নামাজ ও বাদ জোহর উপজেলার শ্রীরামপর নিজ গ্রামের বাড়ীতে ২য় জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের জানাজা নামাজে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, কেন্দ্রিয় সেচ্ছাসেবক দলে র সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরো জ, গন অধিকার পরিষদের কেন্দ্রিয় সাধারন সম্পা দক রাশেদ খান এবং জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও কালীগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজি ক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় ধর্মপ্রান মুসল্লিরা অংশ নেয়।

তার মৃত্যুতে জেলা বিএনপির পক্ষ থেকে এক দিনের শোক পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

বুধবার কালীগঞ্জ উপজেলাসহ জেলা বিএনপির সকল ইউনিট কার্ষালয়ে দলীয় ও কালো পতাকা অর্ধনির্মিত রাখার সিদ্ধান্ত হয়।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …