Breaking News

ভূল্লী বাঁধ সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি নবিরুল, সম্পাদক রাজ্জাক

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও প্রতিনিধি:: ভূল্লী বাঁধ সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় ভূল্লী ডিগ্রি কলেজের হল রুমে আনুষ্ঠানিকভাবে কমিটির নাম ঘোষনা করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন নবিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন আব্দুর রাজ্জাক বাপ্পী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূল্লী বাঁধ সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনার প্রধান নির্বাচন কমিশনার ও বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা রবিউল বারি, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান শাওন, বালিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন, বালিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি রইসুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আব্দুল গফুর প্রমুখ।

নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক কৃষকদের সার্বিক সেচসেবা নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …