Breaking News

ভেজাল সার বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী  মোহনপুরের কেশরহাট বাজারে ভেজাল ও নিম্নমানের দস্তা সার বিক্রির অভিযো গে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ) দুপুরে উপজেলা সহকারী কমি শনার (ভূমি) জোবায়দা সুলতানার নেতৃত্বে কেশরহাট বাজারের বালাইনাশক ও বীজ দোকানগুলোতে এই অভিযান পরিচালিত হয়।
সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১৭ ও ১৫ ধারা লঙ্ঘ নের দায়ে মেসার্স তামিম এন্ড তাসনিমের স্বত্বাধিকারী আবু তাহেরকে ৫ হাজার টাকা এবং মেসার্স বিসমিল্লাহ কৃষি বিপণীর স্বত্বাধিকারী আব্দুর রউফকে ২ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক জরিমানার টাকা আদায় করা হয়েছে।
জানা গেছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ভে জাল সার ও কীটনাশক বিক্রির অভিযোগ বেড়েছে।
এতে কৃষকরা ফসল ক্ষতির মুখে পড়ছে এবং উৎপাদন খরচ বাড়ছে। কেশরহাটের এই অভিযান কৃষকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা বলেন, “ভেজাল সার কৃষকদের জন্য মারাত্মক ক্ষতিকর। আমরা নিয়মিত অভিযান চালিয়ে এ ধরনের অসাধু ব্যব সায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।
কৃষকদের সচেতন থাকতে এবং সন্দেহজনক সার কিন লে প্রশাসনকে জানাতে অনুরোধ করছি।”
এদিন অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা  কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আ ব্দুল মতিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্ত ফা কামাল, উপসহকারী কৃষি কর্মকর্তা  মেহেদী হাসান এবং মোহনপুর থানা পুলিশের একটি টিম।
স্থানীয় কৃষকরা বলছেন, এমন অভিযান তাদের আস্থা বাড়িয়েছে। তারা প্রশাসনের কাছে নিয়মিত অভিযান ও তদারকির দাবি জানিয়েছেন।
প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান আগামিতেও নিয়মিতভাবে চলবে।#

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …