Breaking News

মরনফাঁদ এখন সেই বটগাছটি!!

স্টাফ রিপোটার কুষ্টিয়া: কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার কাঠের পুল হিসনা নদীর উপর অবস্থিত ব্রিজের পূর্ব পাশের বটগাছটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। বট গাছের একটি ডাল রাস্তার উপর এমনভাবে হেলে

আছে যে, যানবাহন চলাচলের সময় যানজট সৃষ্টি হয় এবং মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটে। ব্রিজে ওঠানামার সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী, পথচারী, ব্যবসায়ী , দোকানদারও যানবাহন চালকগন সবসময়ই অনি শ্চয়তার মধ্যে থাকে ।

তাছাড়া বটগাছের বিপরীদ পাশে রাস্তা ভেঙ্গে যাওয়ার জন্যও যানজট সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ী আসাদুল হক আশু বলেন ব্রীজটি সরু হওয়ায় একটা ভ্যান বা অটো রিক্সা ব্রীজের উপর উঠলে একটা মটরসাইকেল পাশ দিয়ে অতিক্রম করতে পারে না। স্থানীয় ব্যবসায়ী সেলিম শাহি বলেন এই বটগাছের কারনে অহরহ যানজট ও দুর্ঘটনা ঘটে।

অনেক সময় কুষ্টিয়া- প্রাগপুর হাইওয়ে সড়কে কোনো কারনে যানজট সৃষ্টি হলে তখন কাঠের পুলের এই ছোট ব্রীজ দিয়ে অতিরিক্ত যান চলাচল করার ফলে উভয় পাশে প্রায় দুইশ থেকে তিনশ মিটার পর্যন্ত যানজট সৃষ্ট হয়।এলাকাবাসির দাবীর পেক্ষিতে উক্ত ব্রীজটি তদন্ত সাপেক্ষে প্রশ্বস্ত করনের জন্য সরকারিভাবে মেপে লিখে নিয়ে গেছে।কিন্তু পরবর্তিতে সেই কাজ এখনও হয় নাই।সরকারের দৃষ্টি আকর্ষন করছি জনস্বার্থে এই ব্রীজটি প্রশ্বস্ত আকারে নতুনভাবে তৈরি করা প্রয়োজন।

তাই সার্বিক জনস্বার্থে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানোর জন্য সর্বসাধারণের পক্ষ থেকে রাস্তাটি মেরামত এবং উক্ত বটগাছের হেলে থাকা ডালটি অনতিবিলম্বে কেটে ফেলার জন্য উপজেলা নির্বাহী অফিসার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …