Breaking News

মহেশপুরে অসহায় পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

শহিদুল ইসলাম’মহেশপুর (ঝিনাইদহ)থেকে:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত মানব কল্যাণ সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় এই টিউব ওয়েল বিতরণ করা হয়।
যথাক্রমে পিপুলবাড়িয়া, স্বরুপপুর, কুসুমপুরসহ আশপা শের গ্রামে মোট ১২টি পরিবার ও একটি মাদ্রাসা ও এক টি কমিউনিটি ক্লিনিকে এ-টিউবওয়েল স্থাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে মহেশপুর উপজেলা বিএনপির কৃষি বিষয় ক সম্পাদক সোহরাব হোসেন ম্যারেজ, সীমান্ত মানব কল্যাণ সংস্থার সভাপতি সাব্বির হোসেন, সাধারণ সম্পা দক জহিরুল ইসলাম (টোটন) নির্বাহী  সদস্য শা মীন  সরোয়ার,  সদস্য শফি উদ্দিন, কুসুমপুর ওয়ার্ড বিএ নপির সভাপতি ইয়াজ উদ্দিন মন্ডল ,খায়রুল আলম ও আশরাফুল ইসলাম লিংকন, সংগঠনের প্রধান উপদেষ্টা শাহিন আলম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান (মেম্বার) ও স্থানীয় সমাজসেবক মোঃ-কুতুব উদ্দিন বিশ্বাসসহ অনেকে।
সীমান্ত মানব কল্যাণ সংস্থার সভাপতি সাব্বির হোসেন  বলেন, এলাকার দরিদ্র জনগোষ্ঠীর নিরাপদ পানির চাহি দা মেটাতে তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্য য় ব্যক্ত করেন ।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …