Related Articles
শহিদুল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
ঝিনাইদহের প্রেসক্লাব মহেশপুরের কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান এর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে মহেশপুর থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
প্রেসক্লাব মহেশপুরের সভাপতি ও মাইটিভি এবং দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি সরোয়ার হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার মহেশপুর উপজেলা প্রতি নিধি মোঃ ওবাইদুল হক, সহ-সভাপতি ও দৈনিক নবচিত্র পত্রিকার মহেশপুর পৌর প্রতিনিধি জালাল উদ্দিন, আন ন্দ টিভির উপজেলা প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক নবচিত্র পত্রিকার সীমান্ত প্রতিনিধি জমশেদ আলম বুকুল, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নবচিত্র ও জাতীয় দৈ নিক আলোচিত প্রতিদিনের কণ্ঠ পত্রিকার মহেশপুর ঝিনাইদহ সংবাদদাতা শহিদুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার উপজে লা প্রতিনিধি আব্দুর রহিম ও ক্রীড়া সম্পাদক আহসান হাবিব, প্রচার সম্পাদক ও দৈনিক সরেজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মশিয়ার রহমান টিংকু, দৈনিক কালে র কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজন, দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, কাগজ টিভির জেলা প্রতিনিধি এম আর রাসেল, নির্বাহী সদস্য খোকন, আব্দুল হাকিক সহ অন্যা ন্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নবাগত ওসি মেহেদী হাসান বলেন, মহেশপুর উপজেলাকে মাদক, চোরাচালান ও সামাজিক অপরাধমুক্ত করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় প্রেসক্লাবের নেতারা আশা প্রকাশ করেন, নতুন ওসির নেতৃত্বে থানার সেবা আরও গতিশীল হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে।
সভা শেষে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সু-সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Bartabd24.com সব খবর সবার আগে