শহিদুল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) ২১ নভে ম্বর বিকেল ৩টা ১৮ মিনিটে পাঠানো প্রেস রিলিজে জানা য়, গত ২০ নভেম্বর সীমান্তে টানা অভিযানে ভারতীয় মদ উদ্ধার ও অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় দুই বাংলা দেশিকে আটক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গয়েশপুর বিওপির সীমান্ত পিলার ৬৭/১-এস থেকে ১৫০ গজ ভিতরে হাবিলদার আব্দুল জলিল মোল্লার নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভি যানে স্থানীয় একটি আমবাগান থেকে আসামী বিহীন ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
একইদিন বাঘাডাংগা বিওপির সীমান্ত পিলার ৬০/৩৩- আর এলাকা থেকে নায়েক জহির রায়হানের নেতৃত্বে নিয় মিত টহলকালে অবৈধভাবে ভারত গমনকালে এক নারীস হ দুই বাংলাদেশিকে আটক করা হয়।
পরে আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস রিলিজে জানিয়েছেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।
Bartabd24.com সব খবর সবার আগে