Breaking News

মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪ তম শাহাদত বার্ষিকী পালিত

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে অ বস্থিত সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ.হামিদুর রহমান ডিগ্রি ক লেজে শোক র‍্যালি, প্রতিকৃতিত্বে পুষ্পঅর্পণ,আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভা পতিত্ব করেন কলেজের.ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফি উদ্দী ন। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য.ব্যক্তি ও মুক্তিযোদ্ধারা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বীর ত্বগাথা তুলে ধরে বলেন,.স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করে তিনি ইতিহাসে অমর হয়ে আছেন।

তাঁর জীবন থেকে তরুণ প্রজন্মের দেশপ্রেম ও ত্যাগের শি ক্ষা নেওয়া উচিত।

পরেশহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আয়োজন করে সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ হা মিদুর রহমান ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ।

About admin

Check Also

4 comments

  1. মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪ তম শাহাদত বার্ষিকী পালিত

  2. Hello just wanted to give you a quick heads up. The text in your content seem to be running off the screen in Ie. I’m not sure if this is a format issue or something to do with internet browser compatibility but I thought I’d post to let you know. The design look great though! Hope you get the issue solved soon. Cheers

  3. I really appreciate this post. I¦ve been looking all over for this! Thank goodness I found it on Bing. You have made my day! Thx again

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *