শহিদুল ইসলাম মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৫নং শ্যামকুড় ইউনি য়ন পরিষদের উদ্যোগে ৬০ জন শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে ৬০ পিচ কম্বল বিতরণ করা হয়েছে।
৪ জানুয়ারী রোজ রবিবার দুপুরে শ্যামকুড় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ৬০ জন নারী / পুরুষ শীতার্ত মানুষের হাতে কম্বল গুলো তুলে দেওয়া হয়। শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র ও অসহায় মানুষদের কষ্ট লাঘবে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল হক’সহ ইউপি সদস্য / সংরক্ষিত মহিলা সদস্য, কর্মাচারীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকার ভোগী রা উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে উপকারভোগীরা ইউ নিয়ন পরিষদের চেয়াম্যানের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।
Bartabd24.com সব খবর সবার আগে