Breaking News

মহেশপুর বিজিবি ফেন্সিডিল উদ্ধার সহ নারী আটক

শহিদুল ইসলাম মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
ঝিনাইদহের মহেশপুরে সীমান্তাঞ্চলে মাদক ও অবৈধ পা রাপার রোধে ৫৮ বিজিবি পরিচালিত পৃথক দুই অভিযা নে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার সহ এক বাংলা দেশি নারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় মহেশপুর ব্যাটা লিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদা দুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা নো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ নভেম্বর রাত ৯টা ৩০ মিনিটে নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৫/৩-এস থেকে প্রায় ২০০ গজ অভ্যন্তরে ঈশ্বরচ ন্দ্রপুর গ্রামের মাঠে মো. আজগর আলীর আখক্ষে তে হাবিলদার শিশির কুমার হালদারের নেতৃত্বে মাদকবি রোধী অভিযান চালিয়ে আসামীবিহীন অবস্থায় ৪০ বোত ল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে, একই রাত প্রায় ১০টা সময়ে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫৩/১ এস থেকে ২০০ গজ অভ্যন্তরে মকরধ্বজপুরের কারবালা এলাকায় নিয় মিত টহলের সময় হাবিলদার মোহাম্মদ শহিদুল ইসলা মের নেতৃত্বে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবে শের চেষ্টা চালানোর সময় একজন নারীকে আটক করা হয়। আটককৃত নারীকে পরবর্তীতে জাস্টিস অ্যান্ড কেয়া র মানবাধিকার সংস্থা, যশোর শাখার প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদ ক চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে মহেশপুর ব্যাটা লিয়নের নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …