Breaking News

মহেশপুর সীমান্তে পুশ-ইন প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক মতবিনিময় সভা

শহিদুল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সীমান্ত নিরাপত্তা জোরদার ও পুশ-ইন প্রতিরোধে জনসচেতনতা মূলক মতবিনিময় সভার আয়োজন করেছে।
শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বেনীপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার নর্বদূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটালি য়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ রফিকুল আলম, পিএসসি।
এছাড়া ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কো য়ার্টার মাস্টার সহ কারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, বেনীপুর কো ম্পানি কমান্ডার, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং প্রায় ১৮০-২০০ জন স্থানীয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সভায় অধিনায়ক জানান, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে বর্তমানে এসআইআর (SIR) কার্যক্রম চলমান থাকায় বিএসএফ কর্তৃক সীমান্ত দিয়ে পুশ-ইনের সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে সতর্ক থাকতে স্থানীয় আনসার-ভিডিপি ও জন গণের সহযোগিতা কামনা করেন তিনি। সীমান্ত পাহারা, গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুশ-ইন মোকাবেলায় বিজিবির পাশে থাকার আহ্বান জানান তিনি।
পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ না করা, শূন্য লাইনে সন্ধ্যার পর না যাওয়া, মাদক, স্বর্ণ, গরু ও মানুষ পাচারকারীদের সামাজিকভাবে প্রতিহত করা এবং সীমান্ত দুর্ঘটনা রোধে সবাইকে আরো সচেতন থাকার আহ্বান জানান।
বিজিবির এমন উদ্যোগকে উপস্থিতরা আন্তরিকভাবে স্বাগত জানান এবং সীমান্ত অপরাধ রোধে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বার্তা প্রেরণ করেন মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …