Breaking News

মহেশপুর সীমান্তে মানবপাচার ঠেকাতে বিজিবির অভিযান, ২ দিনে ৯ জন আটক

শহিদুল ইসলাম মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মানব পাচার ও অবৈধ ভাবে বাংলাদেশ-ভারত পারাপার প্রতিরোধে ৫৮ বিজিবি সম্প্রতি টহল ও নজরদারি আরও জোরদার করেছে।
এরই ধারাবাহিকতায় ৩ ও ৪ ডিসেম্বর দু’দিনে পৃথক অভিযানে মোট ৯ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।
জানা গেছে, ৩ ডিসেম্বর বিকেল ৪টার দিকে খোসালপুর বিওপি’র টহল দল সীমান্ত মেইন পিলার ৬০/০১৫-আর থেকে প্রায় ৩০০ গজ ভেতরে একটি ভুট্টাক্ষেত থেকে ৩ পুরুষ ও ১ নারীকে আটক করে, যাদের ভারত যাওয়ার চেষ্টা ছিল।
একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে বাঘাডাংগা বিওপি’র আরেকটি টহল দল সীমান্ত পিলার ৬০/৩৯-আর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১ পুরুষ, ১ নারী ও ১ শিশুসহ আরও ৩ জনকে আটক করে।
পরে ৪ ডিসেম্বর সকাল ৮টা ১০ মিনিটে বাঘাডাংগা সীমা ন্তের হুদাপাড়া এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে আরেক জনকে আটক করে বিজিবি।
বিজিবির দাবি, আটক ব্যক্তিরা সবাই দালালচক্রের সহ যোগিতায় গোপনে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …