ফারুক আহমেদ, বিশেষ সংবাদদাতা : মাগুরা সদর উপ জেলার শত্রুজিৎপুর ইউনিয়নের পায়ারী হাজরাতলা আ শ্রম কমিটির আয়োজনে বিএনপির নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার ৮ নভেম্বর দুপুর ২ টার সময় পায়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দক্ষিণ ইউনিট বিএনপি শত্রুজিৎপুর পরিচা লনায় সভা করা হয়।
বিএনপির নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভায় সভা পতিত্ব করেন আশ্রম কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ কুরী এবং সঞ্চালনায় শত্রুজিৎপুর ইউনিয়ন বিএনপি নে তা বিবেক রঞ্জন মিত্র ও সাবেক ছাত্রনেতা ও যুবনেতা দক্ষিণ মাগুরা ইউনিট ওলিয়ার রহমান মাস্টার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জননেতা সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বিএনপি এ্যাড ভোকেট নিতাই রায় চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান খান।
এছাড়াও উপস্থিত ছিলেন, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, শা লিখা উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান (নয়ন), মহম্মদপুর উপজেলা বিএনপি সা বেক সাধারণ সম্পাদক ডঃ এম এম রইচউদ্দীন, মহম্ম দপুর উপজেলা বিএনপি সাবেক আহবায়ক অধ্যক্ষ মৈ মুর আলী মৃধা, মহম্মদপুর উপজেলা যুবদলের আহবা য়ক মোঃ তারিকুল ইসলাম (তারা), মহম্মদপুর কৃষক দলে র আহবায়ক মশিউর রহমান রিংকু, শত্রুজি ৎপুর দক্ষিণ ইউনিট বিএনপি নওয়াবুল ইসলাম, শত্রুজিৎ পুর ইউনিয় ন বিএনপি নেতা সোহেল মাস্টার, শত্রুজিৎপুর বিএনপি নেতা নিশান মুন্সি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ সহ প্রমুখ।
সভায় প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভো কেট নিতাই রায় চৌধুরী বলেন, আগামী নির্বাচনে আমা দের মা-বোনেরা আপনারা আমাকে ভোট দিবেন ধানের শীষে আমি এই হাজরাতলার পবিত্র মাটি স্পর্শ করে ও আকাশকে স্বাক্ষী আমি আপনাদের জন্য কাজ করবো ও মানুষের জন্য কাজ করবো।
এখানে হিন্দু ও মুসলমান বিভিন্ন দলের লোক থাকবে, বিভিন্ন মতের লো ক থাকবে, বিভিন্ন ধর্মের লোক থাকবে আমরা ঐক্য বদ্ধ সমাজ গড়ে তুলতে চাই। আমরা বিভ ক্তি, বিভাজন ও অনৈক্য এটা আমরা চাই না।
আমাদের ভিতরে মানুষে মানুষে মারামারি ও হানাহানি এগুলো বন্ধ করতে চাই। হিন্দু ও মুসলমান বসবাস করবে শান্তিতে, আমাদের পার্টির চেয়ারম্যান বেগম খালেদা জি য়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৫ আগস্টের পরেই প্রথম নিদেশনা দিলেন সংখ্যালঘুদের জন্য বিএন পির লোকজন পাহারা দিবে এবং তাদের বিভিন্ন পুজায় সহযোগিতা করবে।
Bartabd24.com সব খবর সবার আগে
মাগুরার শত্রুজিৎপুর পায়ারী হাজরাতলা আশ্রমে বিএনপির নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা