Related Articles
মোঃ আবু বকর সিদ্দিক মোংলা বাগেরহাট :
মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মানিকের আপন সেজো ভাই মোহাম্মদ হারুন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৬টার দিকে মোংলা বন্দর শ্রমিক সংঘের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোহাম্মদ হারুন মোংলা বন্দর শ্রমিক সংঘের সামনের রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
এ সময় একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি শ্রমিক সংঘের বাউন্ডারি ওয়ালের সঙ্গে আছড়ে পড়ে আবার রাস্তায় ছিটকে পড়েন।
মুহূর্তের মধ্যেই ইজিবাইকটি তার মাথার ওপর দিয়ে চাপা দিয়ে চলে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ হারুনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ইজিবাইক চালক জাহাঙ্গীর মোড়ল (২৮) কে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে।
তিনি মোংলা সুন্দরবন ইউনিয়নের বাজিগার খণ্ড এলা কার বাসিন্দা।
মোংলা থানা সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে চালককে আটক করে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
হঠাৎ এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতের স্বজন, সহকর্মী ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে।#
Bartabd24.com সব খবর সবার আগে