Breaking News

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার, অপহরণকারী আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভি যানে অপহৃত এক নারীকে উদ্ধার করা হয়েছে।
এ সময় ঘটনার সঙ্গে জড়িত এক অপহরণকারীকে আটক করা হয়। রোববার (১১ জানুয়ারি ২৬) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ২০ ডিসেম্বর ২০২৫ তারিখ শনিবার সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে আসা মোছাঃ লিমা খাতুন (১৮) নামের এক নারীকে কৌশলে খুলনার দাকোপ থানাধীন বানিশান্তা এলাকা থেকে অপহরণ করা হয়। দীর্ঘ সময় ধরে ভুক্তভোগী নারী বাড়িতে ফিরে না আসায় তার স্বামী খুলনার সোনাডাঙ্গা থানায় একটি সা ধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
পরবর্তীতে গত ১০ জানুয়ারি ২০২৬ তারিখ শনিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ভুক্তভোগীর স্বামী বানিশান্তা এলা কায় গিয়ে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় স্ত্রীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার চেষ্টা করেন। এ সময় সাগর মোল্লা (২৫) নামের এক অপহরণকারী ভুক্তভোগী দম্প তিকে অনুসরণ করে মোংলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছা য়।
সেখানে সে ভুক্তভোগীর ভাই পরিচয় দিয়ে পুনরায় ওই নারীকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে।
বিষয়টি কোস্ট গার্ডের নজরে আসলে কোস্ট গার্ড বেইস মোংলা থেকে একটি উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে।
অভিযানে অপহৃত নারীকে উদ্ধার করা হয় এবং ঘটনা স্থল থেকেই অপহরণকারী সাগর মোল্লাকে আটক করতে সক্ষম হয় কোস্ট গার্ড সদস্যরা।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়া ম-উল-হক আরও জানান, উদ্ধারকৃত নারী ও আটককৃত অপহরণকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।
উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নি শ্চিতকরণ এবং অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে তিনি জানান।#

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …