Breaking News

মোংলায় গৃহবধূ ও দুই মেয়েকে বিবস্ত্র করে মারধর–লুটপাট, ঘরভাঙচুর থানায় অভিযোগ 

মোঃ আবু বকর সিদ্দিক  মোংলা (বাগেরহাট):
মোংলা পোর্ট পৌরসভার ১নং ওয়ার্ডের শেরে বাংলা সড় কে পিয়ারা বেগম নামের এক গৃহবধূ ও তার দুই মেয়ের ওপর সংঘবদ্ধ হামলা, বিবস্ত্র করা, মারধর, স্বর্ণালংকার ছিনতাই, ঘরভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গে ছে।
এ ঘটনায় পিয়ারা বেগম মোংলা থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন। ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি করেছে।
এজাহারে তিনি অভিযোগ করেন, জমি-সীমা বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী শহিদ খলিফার পরিবারসহ মোট ১০ জন নামীয় এবং অজ্ঞাত আরও ৯/১০ জন সন্ত্রাসী ১২ নভেম্বর বিকাল ৫টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা প্রথমে তাকে চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে মারধর করে বিবস্ত্র করে ফেলে। বাধা দিতে গেলে তার দুই মেয়েকেও বেধড়ক পিটিয়ে জখম করা হয় এবং তাদের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।
পিয়ারা বেগম দাবি করেন, আসামিরা ঘরে ঢুকে ফ্রিজ, টিভি, আলমারি, দরজা–জানালা ভাঙচুর করে।
আলমারি ভেঙে নগদ ৪৫ হাজার টাকা, প্রায় ২ ভরি স্বর্ণা লংকার, চালের বস্তা মিলে প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় প্রাণে হত্যার হুমকি দিয়ে তারা স্থান ত্যাগ করে।
আহত তিনজনকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে মোংলা সার্কেলের সিনিয়র সহ কারী পুলিশ সুপার  মোঃ  রেফাতুল ইসলাম  বলেন—
“ঘ টনাটি অত্যন্ত সংবেদনশীল ও নিন্দনীয়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তে নিয়েছি। অভিযুক্তদের কেউই আইনের ঊর্ধ্বে নয়।
প্রাথমিকভাবে ঘটনার সত্যতা যাচাই শুরু হয়েছে। দোষী প্রমাণিত হলে আইনের সর্বোচ্চ ব্যবস্থাই নেওয়া হবে।”
তিনি আরও বলেন—“এসব ধরনের পরিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা বা নারীর মর্যাদা হানির ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তার আওতায় আনা হয়েছে, এবং দ্রুত গ্রেপ্তার অভিযান শুরু করা হচ্ছে।”
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নামীয় আসামিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে। তদন্ত টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করছে।
ভুক্তভোগী পরিবার বলছে, আসামিরা দীর্ঘদিন ধরে এলা কায় ত্রাস সৃষ্টি করে আসছে। তাই তারা দ্রুত বিচার দাবী করছেন।
ঘটনাটি মোংলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।#

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …