Related Articles
মোঃ আবু বকর সিদ্দিক, মোংলা (বাগেরহাট):
বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের নারিকেলতলা এলাকায় এক যুবকের গলায় রশি দেওয়া অবস্থায় মৃত্যুর ঘটনা এলাকাজুড়ে গভীর শোক ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করা হলেও মৃত্যুর পারিপার্শ্বিকতা নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে সংশয় ও উদ্বেগ।
নিহত যুবকের নাম সিমসন ব্যাপারি (২৮)। তিনি ওই এলা কার বাসিন্দা ইস্তিবান ব্যাপারির পুত্র এবং উসা ব্যাপারির সন্তান।
পরিবারের দাবি, সিমসন ছিলেন স্বল্পভাষী ও পরিশ্রমী। তার এমন আকস্মিক মৃত্যু তারা মেনে নিতে পারছেন না।
স্থানীয় সূত্রে জানা যায়, ২ জানুয়ারি ২০২৬ বিকেলে সিমসন ব্যাপারিকে নিজ ঘরের ভেতরে গলায় রশি দেওয়া অবস্থায় ঝুলন্ত দেখতে পান পরিবারের সদস্যরা।
তাৎক্ষণিকভাবে তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে মোংলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুর তহাল প্রতিবেদন প্রস্তুত করে। তবে ঘরের ভেতরের অবস্থান, মৃত্যুর ভঙ্গি এবং পারিপার্শ্বিক আলামত নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন উঠেছে।
অনেকের মতে, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত ছাড়া প্রকৃত সত্য উদঘাটন সম্ভব নয়।
এ বিষয়ে মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ রিফাতুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে একটি ইউ ডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা রুজু করা হয়েছে।
ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, তরুণের এমন অকাল মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শোকাহত পরিবার ও স্বজনরা চো খের জলে প্রিয়জনকে হারানোর বেদনা প্রকাশ করছেন। একই সঙ্গে তারা ঘটনার নিরপেক্ষ ও গভীর তদন্তের মাধ্য মে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন#
Bartabd24.com সব খবর সবার আগে