Breaking News

যথাযথ মর্যাদায় ঝিকরগাছায় মহান বিজয় দিবস পালিত

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকর গাছা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, ডিসপ্লে ও বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা এবং চারু কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের সমারোহে বিজয়মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টা উপজেলা প্রশাসনের আযোজনে উপজেলার মোড়ের মুক্তিযুদ্ধের বিজয় স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, থানার প্রশাসন, পৌর কার্যালয়, ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল (এমএল) হাই স্কুল, সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমসসহ অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।
এরপর স্থানীয় বিএম হাই স্কুল মাঠ চত্ত্বরে বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলার শুভ উদ্বোধন করতে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শ্বেতপায়রা উড়িয়ে দেন উপ জেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোছা. রনী খাতুন। তিনি অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মহান বিজয় দিবসের বিষয়ে স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী বীর শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ও মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরে বলেন, আজ বাঙ্গালী জাতির অন্যান্য গৌরবোজ্জ্বল দিন।
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সা লের এই দিনে ক্লান্ত বিজয় অর্জন করে। মহান মুক্তিযুদ্ধের ৩০লক্ষ শহীদ ও দুই লক্ষ সমভ্রমহারা মা-বোনসহ সকল মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। আজকের এই বিজয়ের ৫৪ বছর পূর্তিতে ঐতিহাসিক এই লগ্নে আমি ঝিকরগা ছাবাসী সহ সকলকে জানাই বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার, সহকারী পুলি  শ সুপার, নাভারন সার্কেল মো. আরিফ হোসেন, থানার অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুর রশিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম, উপ জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুমা আখতার, ‎‎উপ  জেলা প্রকৌশলী অফিসার সাইফুল ইসলাম মোল্লা, ‎‎উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওলিয়ার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান আহমেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন, ঝিকরগাছা সরকারি বহুমুখী (এমএল) মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ, বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমসের অধ্যক্ষ মাসু মা মিম, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ, উপজেলার ছাত্র প্রতিনিধি আখি থাতুন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ও পৌর বিএনপি, উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নানা শ্রেণি পেশার আরো অনেকে।
উল্লেখ অনুষ্ঠানে প্রদর্শনী স্টল পরিদর্শন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঐতিহাসিক ‘জুলাই বিপ্লব’র প্রেক্ষাপটের উপর ভিত্তি করে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোছা. রনী খাতুন।
এছাড়াও ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল (এমএল) হাই স্কুলে স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া ও আলোচনা করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক এএ ফএম সাজ্জাদুল আলম, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, আমিরুল ইসলাম, আফরোজা খানম, রাজিয়া সুলতানা, সুমা কর্মকার, স্বপন কুমার ঘোষ, উজ্জ্বল বিশ্বা স, দেবাশীষ বিশ্বাস প্রমুখ।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …