Breaking News

যশোর২-চৌগাছা-ঝিকরগাছা আসনের এম পি প্রার্থী ডা: মোসলেহ উদ্দিন ফরিদ মনোনয়ন পত্র গ্রহন করলেন

যশোর প্রতিনিধি: যশোর -২,চৌগাছা -ঝিকরগাছা আসনে বাংলাদেশ জামা য়াতে ইসলামী মনোনীত এম পি প্রার্থী জননেতা ডা: মোস লেহ উদ্দিন ফরিদ ভাইয়ের পক্ষে সহ কারী রিটার্নিং অফি সার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝিকরগাছা মোছা: রনি খাতুনের নিকট হতে মনোনয়ন পত্র গ্রহন করেছেন  সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাও আরশাদুল আলম, চৌগাছা উপজেলা আমীর মাও গোলা ম মোরশেদ, নায়েবে আমীর  মাও নুরুল ইসলাম, সেক্রেটা রি মাও নুরুজ্জামান,ঝিকরগাছা উপজেলা আমীর  মাও আব্দুল আলীম,নায়েবে আমীর অধ্যা পক হারুন অর রশীদ, সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র  মাস্টার কামাল আহমেদ, মো: রহিদুল ইসলাম খান, মাও গিয়াস উদ্দিন, পৌরসভা আমীর মাও আব্দুল খালেক, সেক্রেটারী ডা: জিল্লুর রহমান, ঝিকর গাছা পৌর আমীর মো: আব্দুল হামিদ,কর্মপরিষদ সদস্য মাস্টার ইমদাদুল হক,মো: রফিউদ্দিন প্রমূখ।

About admin

Check Also

পাইকগাছায় প্রতিমা ভাংচুরের ঘটনায় ৬ মন্দির কমিটির প্রতিবাদ সভা

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধিঃ পাইকগাছার শিববাটী রাস মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত …