Breaking News

যশোর-২আসনে সাবিরা নাজমুলের হলফনামার তথ্য নিয়ে ধুম্রজাল

যশোর প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএ নপি মনোনীত প্রার্থী সাবেরা সুলতানার মমোনয়ন পত্রের হলফনামায় তথ্য নিয়ে ধুম্র জালের সৃষ্টি হয়ে ছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়,ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানার মনোনয়ন বাতিলের জন্য নানা অভিযোগ তুলে স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম আপিল করেছেন। যার শুনানী হবে ১৬ জানুয়ারী শুক্রবার।
অন্যদিকে তার বিরুদ্ধে ঋণ খেলাপির  অভিযোগ তুলে ব্যাংক এশিয়া’র ব্যবস্থাপনা পরিচালকের আ পিল করেন।
এই অভিযোগটির শুনানী ১৭ জানুয়ারী শনিবার অনু ষ্ঠিত হবে।
এছাড়া সংবাদ পত্রের প্রকাশিত তথ্যমতে, তিনি দুর্নীতি দমন কমিশনের মামলায় দণ্ডপ্রাপ্ত ও বর্তমানে আপিল বিভাগে বিচারা ধীন মামলার বিষয়টি হলফনামায় গো পন করেছেন।
  আরও জানাযায়,তিনি ,৭ম বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় দায়ের করা মামলার প্রতিটি তে,২০১৮ সালে সাবেরা সুলতানাকে  ৩ বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড হয়।
একইসাথে  ১ কোটি ৭৮ হাজার ১৩৫ টাকার সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ দেন আদালত।
মামলার রায়ের পর তিনি হাইকোর্ট থেকে জামিন নেন। পরবর্তীতে দণ্ড স্থগিতের আদেশ হয়।
 দুর্নীতি দমন কমিশন (দুদক) হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ পিটিশন দায়ের করে।
পরবর্তিতে চেম্বার আদালত হাইকোর্ট বিভাগ দণ্ড স্থগিতের আদেশ স্থগিত করেন এবং পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির নির্দেশ দেন।
তবে সাবিরা নাজমুল লিভ পিটিশনটি ক্রিমিনাল আপিলে রূপান্তরিত হয়ে এখনো মামলাটি আপিল বিভাগে বিচারাধীন রয়েছে বলে তার হলফনামায় উল্লেখ করেছেন। তিনি চলমান মামলার বিষয়ে কোন তথ্য গোপন করেননি বলে তার প্রাপ্ত হলফনামা সূত্রে জানাগেছে।
যা সর্বশেষ গত ১১ ডিসেম্বর আপিল বিভাগের ১ নম্বর আদালতে ১৭ নম্বর সিরিয়ালে মামলাটি কার্যতালিকা ভুক্ত ছিল।
 চলমান মামলা ও ব্যাংক ঋণের বিষয়টি গোপন করে সাবেরা সুলতানা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনো নয়ন পত্রে দাখিল করেছেন। এটি বিভিন্ন পত্রিকায়  সংবাদ প্রকাশের পর ধুম্র জালের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য,বিএনপি ঘোষিত প্রার্থীদের মধ্যে নারী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেরা সুলতানা মুন্নি।
তিনি ৮৬, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

About admin

Check Also

পাইকগাছায় প্রতিমা ভাংচুরের ঘটনায় ৬ মন্দির কমিটির প্রতিবাদ সভা

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধিঃ পাইকগাছার শিববাটী রাস মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত …

One comment

  1. যশোর-২ আসনে তথ্য গোপন করে মনোনয়ন দাখিলের অভিযোগে সাবিরা নাজমুলের বিরুদ্ধে