Related Articles
রাজশাহী-৬ আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা চাঁ
উপজেলা প্রতিনিধি ,চারঘাট (রাজশাহী):ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনরেতা আবু সাইদ চাঁদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চারঘাট উপজেলা রিটানিং অফিসা রের কার্যালয় থেকে চাঁদের পক্ষে প্রস্তাবক উপজেলা বিএ নপির সভাপতি সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএন পির আহ্বায়ক ফকরুল ইসলাম বাবলু,বাঘা পৌর বিএন পির সভাপতি কামাল হোসেন, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক, চারঘাট পের বিএনপির সভা পতি নাজমুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন প্রমুখ।
চারঘাট উপজেলা বিএনপির সভপতি জাকিরুল ইসলাম বিকুল বলেন, আমরা রাজশাহী-৬ (চারঘাট-বাঘা)আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা আবু সাইদ চাঁদের পক্ষে মনোয়নপত্র উত্তোলন করেছি। চাঁদ চারঘাট-বাঘার খেটে খাওয়া গরীব দুখি অসহায়দের হৃদয়ের স্পন্দন।
চাঁদ চারঘাট-বাঘার মাটি ও মানুষের নেতা। যার নিজের চাওয়া বলে কিছুই নেই। যার রাজনীতি চারঘাট-বাঘার মাটি ও মানষের ভাগ্য উন্নয়নের জন্য।
তিনি আরও বলেন, চাদ শুধু রাজনীতি করতে গিয়ে তার মা ও সহধর্মীনিকে হারিয়েছে এমনটা নয়।
তিনি সব সময় এলাকার মানুষের কথা বলতে গিয়ে ফ্যা সিষ্ট আওয়ামী সরকারের বেশীর ভাগ সময় জেলে কাটি য়েছেন।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিুল ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাদকে চারঘাট-বাঘার মানুষ বিজয়ী করবেন ইনশাল্লাহ।
Bartabd24.com সব খবর সবার আগে