স্টাফ রির্পোটারঃসমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আরও সুসংগঠিত ও টেকসই উদ্যোগ গ্রহণের লক্ষ্যে রিডফোর্ড ফাউন্ডেশনের সমাজকল্যাণ তহবিলে ফান্ড সংগ্রহে দেশ- বিদেশের শিল্প পতি ও ব্যবসায়ী সমাজের প্রতি মানবিক দৃষ্টি আকর্ষণ করেছেন বিশিষ্ট সমাজকর্মী ও চিন্তাবিদ শায়খ নুমান রিডার।
সম্প্রতি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, সমাজের সামগ্রিক উন্নয়ন কেবল সরকারের একক প্রচেষ্টায় সম্ভব নয়।
শিল্পপতি ও উদ্যোক্তাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে মানবকল্যাণে সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
তাঁর ভাষায়, “রিডফোর্ড ফাউন্ডেশন এমন একটি কাঠামো তৈরি করেছে, যেখানে সহযোগিতা সরাসরি মানুষের জী বনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।”
শায়খ নুমান রিডার আরও জানান, রিডফোর্ড ফাউন্ডেশ নের সমাজকল্যাণ তহবিলের আওতায় শিক্ষা ও স্বাস্থ্য সেবা সম্প্রসারণ, দারিদ্র্য বিমোচন, এতিম ও অসহায় শিশুদের সহায়তা, নারীর ক্ষমতায়ন এবং দুর্যোগকালীন পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এসব কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করতে শিল্প পতিদের আর্থিক সহায়তা ও দূরদর্শী দিকনির্দেশনা অপ রিহার্য বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বর্তমান সময়ে ব্যবসায়িক সাফল্যের পাশা পাশি মানবিক অবদা নই একজন শিল্পপতির প্রকৃত পরিচয় তুলে ধরে। “যে শিল্প ও বাণিজ্য মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে, সেই শিল্প যদি মানুষের দুঃখ-কষ্ট লাঘবে এগিয়ে আসে, তবে সমাজে ভারসাম্য ও ন্যায়বোধ প্রতিষ্ঠিত হয়,”
রিডফোর্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমা জকল্যাণ তহবিলে সংগৃহীত অর্থ সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে।
নিয়মিত অডিট, প্রকল্পভিত্তিক ব্যয় বিবরণী এবং ফলাফ ল মূল্যায়নের মাধ্যমে দাতাদের আস্থা বজায় রাখা হয়। এতে শিল্পপতি ও দাতারা নিশ্চিন্তে মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন।
সেমিনারে উপস্থিত কয়েকজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী ফাউন্ডেশনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং চলমান কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন।
সভা শেষে রিডফোর্ড ফাউন্ডেশন এর চেয়ারম্যান শায়খ মু. নুমান রিডার শিল্পপতিদের উদ্দেশে বলেন, সামাজিক উন্নয়ন ছাড়া টেকসই অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। “
আজকের সহায়তাই আগামী প্রজন্মের জন্য একটি সুন্দ র, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে পারে। আসুন, আমরা সবাই মিলে মানবিকতার পাশে দাঁড়াই।”
রিডফোর্ড ফাউন্ডেশনের এই মানবিক আহ্বান ইতোম ধ্যেই সমাজের বিভিন্ন স্তরে ইতিবাচক সাড়া ফেলেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Bartabd24.com সব খবর সবার আগে