Breaking News

লক্ষ্মীপুরের রায়পুরে এসডিএফ’র উদ্যোগে “স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত

এস এম শফিক, লক্ষ্মীপুর:
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর উদ্যোগে উপজেলা পর্যায়ে “স্বাস্থ্য ও পুমষ্টি বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
এসডিএফ জেলা অফিসের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস রায়পুরের সহযো গিতায় রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
এসডিএফ লক্ষ্মীপুরের জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডাঃ বায়েজীদ বোস্তামী আকাশের সঞ্চালনায় ও  জেলা ব্যব স্থাপক মোঃ আহসানুল আলম খন্দকারের সভাপ তিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ বাহারুল আলম।
জেলা ব্যবস্থাপক মোঃ আহসানুল আলম খন্দকারের সূচনা বক্তব্যের মাধ্যমে উক্ত কর্মশালা শুরু হয়। এ সময় প্রকল্পের স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন জেলা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম।
অতিথিবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সরকারের পরিবার ভিত্তিক স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের অংশ হিসাবে এসডিএফ একটি কার্যকর ও ফলপ্রসূ উদ্যোগ হিসেবে কাজ করছে। প্রকল্পের স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমে সামগ্রিক সহায়তা প্রদান অব্যাহত রাখবেন বলে আশ্বাস দেন উপ স্থিত অতিথিরা।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যা লয়ের কর্মকর্তাবৃন্দ, এসডিএফ’র জেলা ও ক্লাস্টার পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্বাস্থ্য ও পুষ্টি সহায়তাপ্রাপ্ত সদস্যরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে, এসডিএফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকা রের অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতি ষ্ঠান হিসাবে ২০০১ সাল থেকে কাজ করে যাচ্ছে।
এ সংস্থাটি প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকে শুরু করে অদ্যবধি গ্রামীণ দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এসডিএফের রূপকল্প হলো “টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র দূরীকরণ”।
প্রকল্পের আওতায় চলমান স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক উল্লেখ যোগ্য কার্যক্রমগুলো হলো: যোগাযোগ ও আচরণ পরিব র্তন (বিসিসি)
সেশন, গ্রাম পর্যায়ে হেলথ ক্যাম্প ও টেলিমেডিসিন সেবা, মাতৃত্বকালীন ও সিজারিয়ান ভাতা প্রদান, মৌসুমী সবজি বীজ বিতরণ, খাবার স্যালাইন ও হাত ধোয়া সাবান বিত রণ।
লক্ষ্মীপুর জেলার তিনটি উপজেলার (রায়পুর, কমলনগর ও রামগতি) আটটি ক্লাস্টার অফিসের অধীনে ২০০ টি গ্রা মে উক্ত স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম চলমান রয়েছে।
উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, জেলা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, ক্লাস্টার কর্মকর্তা-হুমায়ুন কবির, উম্মে জাহান কোহিনুর ও আব্দুল করিম প্রমুখ।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …