Breaking News

শরীফ ওসমান হাদীর হত্যায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের শোক ও নিন্দা

হাবিব ওসমান, কালিগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি:
শরীফ ওসমান হাদীর নির্মম হত্যাকাণ্ডে গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট।
সংগঠনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম. জাহাঙ্গীর হোসেন এবং সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এক যৌথ বিবৃতিতে অবিলম্বে হত্যাকা রীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিশ্বব্যাপী আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বের প্রভাব বাংলাদেশেও পড়ছে, যার ফলে ক্ষমতাকে ন্দ্রিক সংঘাত ও রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। এর ধারাবাহিকতায় দেশে হত্যা ও খুনের রাজনীতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
তারা অভিযোগ করেন, সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থরক্ষায় বিভিন্ন প্রতিক্রিয়াশীল গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে।
এসব তৎপরতার ফলে শ্রমিক-কৃষক-জনগণের ওপর শোষণ-নির্যাতন বৃদ্ধি পাবে এবং দেশ ও জনজীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট চলমান পরিস্থিতির বিপরীতে সকল সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র নস্যাৎ করে শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠা এবং সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আহ্বান জানায়।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …