Breaking News

শার্শায় ককটেল বিস্ফোরণে যুবক গুরুতর আহত

শার্শা প্রতিনিধি :
 যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে ককটেল বিস্ফোরণে বিপ্লব হোসেন (২১) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার ভোররাতে আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত বিপ্লব হোসেন মহিষাকুড়া গ্রামের মহসীন হোসেনের ছেলে।
আহত বিপ্লবের শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়।
ঘটনার পরপরই পরিবার তাকে প্রথমে সাতক্ষীরা মেডিকে ল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার সকাল ১১টার দিকে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপা তালে আনা হয়।
ঘটনার খবর পেয়ে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহসহ আইনগত প্রক্রিয়া শুরু করেছে।
পুলিশ জানায়, ঘটনাটি গভীরভাবে তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
এলাকায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরি স্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …