Breaking News

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ,স্লোগান

ঢাকা অফিস:শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে সর্বাত্মক অবরোধ শুরু করেছে ইনকিলাব মঞ্চ।
আজ রোববার বেলা দুইটার পর থেকে ঢাকার শাহ বাগে অবরোধ শুরু করেছে সংগঠনটি।
গতকাল রাতে দেশের সব বিভাগীয় শহরে এই সর্বাত্মক অবরোধের ডাক দেয় ইনকিলাব মঞ্চ।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বেলা ২টা থেকে অব রোধ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টার মধ্যেই বিক্ষো ভকারী ব্যক্তিরা শাহবাগ মোড়ে আসতে শুরু করেন।
তাঁরা মোড়ের পাশে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেন।
বেলা দুইটার পর ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় বন্ধ করে দেয়। এতে শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিন দেখা যায়, শাহবাগ মোড়ের মাঝখানে বসে আছেন নেতা-কর্মীরা। একটু পরপর স্লোগান দিচ্ছেন।
এ সময় মঞ্চের নেতা-কর্মীরা ‘নারায়ে তাকবির, আল্লা হু আকবর’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’,‘উই ওয়ান্ট জাস্টিস’, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, গোলামি না আজা দি, আজাদি আজাদি’,যেই হাদি জনতার, সেই হাদি মরে না’, ‘হাদি না মোদি, হাদি হাদি’ স্লোগান দিচ্ছেন।
ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে গত শুক্রবার দুপুর থেকে শাহবাগে টানা অবস্থান কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা।
এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও যোগ দিয়েছেন।
গতকাল শনিবার রাতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুুল্লাহ আল জাবের আন্দোলন ছড়িয়ে দিতে বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধের ঘোষণা দেওয়ার পর তাঁরা এলাকা ছাড়েন।

About admin

Check Also

পলিথিন ও প্লাস্টিক ডুমুরিয়ায় পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা। ডুমুরিয়া সহ সারাদেশে পলিথিন ও প্লাস্টিক মারাত্মক পরিবেশ ও জীববৈচিত্র্যের …