Breaking News

শেকড়ের সন্ধানে” সাংগঠনিক সভা ও  সাহিত্যানুষ্ঠান অনুষ্ঠিত

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর ঃ
যশোর জেলার ঐতিহ্যবাহী কেশবপুর উপজেলায় আর্ত মানবতার কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী বে-সরকারী উন্নয়ন সংস্থা “শেকড়ের সন্ধানে”র সাংগঠনিক পরিকল্পনা সভা ও সাহিত্যানুষ্ঠান কবি ও সংগীত শিল্পী জনাব নজর উদ্দীন সানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর-২৫) “শেকড়ের সন্ধানে”র প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ মিজানুর রহমান মায়া শুভেচ্ছা বক্তব্য ও পরিকল্পনা উপস্থাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, “শেকড়ের সন্ধানে”র মিডিয়া উপদেষ্টা ও কেশবপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বিশিষ্ঠ সাংবাদিক ও সমাজসেবক এস আর সাঈদ।
বিশেষ অতিথির আলোচনা ও মনোমুগ্ধকর আবৃত্তি করেন “শেকড়ের সন্ধানে” র সাহিত্য পরিষদের সভাপতি শিক্ষক ও কবি আব্দুল কাদের (প্রঃশিঃ) বিশেষ অতিথি হিসাবে আলোচনা,আবৃত্তি,সংগীত,গল্প ও মতবিনিময় করেন “শেকড়ের সন্ধানে” র সহ-সভাপতি শিক্ষক ও কবি মোঃ মণিরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক শিক্ষক ও কবি  গোলাম মোস্তফা, সমাজকল্যাণ সম্পাদক চিকিৎ সক ও কবি আঃ হাই আল হাদী, চিকিৎসা বিষয়ক সম্পা দক কবি জাকারিয়া হোসেন, সাংগঠনিক সম্পাদক চিকি ৎসক ও কবি আব্দুস সালাম মুর্শিদী, শিক্ষার্থী কল্যাণ সম্পাদক নূর হোসেন বাঁধন প্রমূখ। স্বজন সদস্য কবি আ লী আহমদ, কবি অরুপ ব্রম্ম, কবি রবিউল ইসলাম, কবি হুমায়ুন কবির, শিক্ষার্থী ইয়াসিন আরাফাত প্রমূখ।
অনুষ্ঠানটি ডিসেম্বর ২৫ থেকে ছয় মাসের কার্যকরি পরি কল্পনা গ্রহণ, আপ্যায়ণ ও প্রকাশনা বিনিময়ের মাধ্যমে শেষ হয়।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …