Breaking News

শেখ হাসিনার ফাঁসির দাবিতে শৈলকুপায় বিএনপির মিছিল 

শৈলকুপা (ঝিনাইদহ)  সংবাদদাতাঃ শেখ হাসিনার ফাঁ সির দাবিতে শৈলকুপা উপজেলার বিএনপি নেতাক র্মীরা বুধবার সন্ধ্যায় শৈলকূপা শহরের বিভিন্ন সড়কে মিছিল করেছে।

মিছিল শেষে শৈলকুপা চৌরাস্তা মোড়ে এক সমাবেশে বক্তব্য রাখেন কৃষক দলের খুলনা বিভাগী য় সাংগঠনিক সম্পাদক এম ওসমান  আলী বিশ্বা স, শৈল কুপা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভো কেট ফিরোজ, ঝিনাইদহ জেলা বিএনপি সহ-সভাপতি সা বেক চেয়ার ম্যান রাকিবুল হাসান খান খান দিব, থানা বিএ নপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হাসান মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডা সহ প্রমু খ।

বক্তারা বলেন আগামীকাল ফ্যাসিস্ট শেখ হাসিনার কয়ে কটি মামলার রায় ঘোষণা হবে। আর এই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায় গায় মিছিল করা সহ দেশে অস্থিতিশীল সৃষ্টি করার পায় তারা চালাচ্ছে ।
আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই রায় এর বিরুদ্ধে যারা মিছিল মিটিং করবে তাদেরকে প্রতিহত করব। সেই সাথে শেখ হাসিনার  রায়ে ফাঁসির দাবি জানাই।

About admin

Check Also

শৈলকুপায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেফতার

 মফিজুল ইসলাম শৈলকুপা( ঝিনাইদহ) ঃ ঝিনাইদহের শৈলকূপা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত  …