Breaking News

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণাকারী বিচারক গোলাম মর্তুজার সংক্ষিপ্ত পরিচিতি

ডেস্ক নিউজ:জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানব তাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরা ধ ট্রাইব্যুনাল।

দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যে র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এক এই রায় ঘোষণা করে।

মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য পুনঃগঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচার পতি গোলাম মর্তূজা মজুমদার বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারক।

তিনি ফেনী জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে হাসানপুর মজুমদার বাড়ির বাসিন্দা।

তার জন্ম ১৯৬০ সালের ১৫ জানুয়ারি। তিনি ১৯৮২ সালে বিসিএস পাস করেন এবং ১৯৯৩ সালের ২০ এপ্রিল চাক রিতে যোগদান করেন।

জেলা ও দায়রা জজ এর চাকরি থেকে ২০১৯ সালের ১৪ জানুয়ারি অবসর গ্রহণ করেন। দীর্ঘ চাকরি জীবনে ১৯ বছর জেলা ও দায়রা জজ ছিলে ন।

এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম পাস করেন।

গত আট অক্টোবর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুম দার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ নিয়োগ পান।

এর আগে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে হাইকোর্টের দুইজ ন বিচারপতি এবং একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে নিয়ে চব্বিশের জুলাই আন্দোলনে হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যার বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাই ব্যুনাল (আইসিটি) পুনর্গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

পরে আইন সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত এক প্রজ্ঞা পনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ (১৯৭৩ সালের আইন নং ২১)-এর ধারা ৬-এ প্রদত্ত ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাই ব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে এই আন্ত র্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যাল জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলা য় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেয়া হয়ে ছে।

অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় লঘুদণ্ড হিসেবে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যাল।

১৭ নভেম্বর বেলা পৌনে তিনটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যাল-এক-এর বিচারক বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারপতি মো.শফিউ ল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রথম অভিযোগে আমৃত্যু কারাদণ্ড ও দ্বিতীয় অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যাল।

ছয় ভাগে বিভক্ত ৪৫৩ পৃষ্ঠা রায়ের সার সংক্ষিপ্ত অংশ পড়েছেন বিচারক।

দুপুর ১২টা ৩৪ মিনিটে রায় পড়া শুরু হয়। পৌনে তিনটা পর্যন্ত রায়ের সার সংক্ষিপ্ত অংশ পড়েন বিচারক।

About admin

Check Also

ঝিনাইদহের সবজি বোঝায় আলম সাধুর চালক কেশবপুরে সড়ক দূঘটনায় নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ থেকে কাঁচা সবজি নিয়ে খুলনার চুকনগরের উদ্দ্যেশে যাওয়ার পথে সড়ক দূঘটনায় আলম …