Breaking News

শৈলকুপায় ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

শৈলকুপা (ঝিনাইদহ)  সংবাদদাতাঃ ঝিনাইদহের শৈল কুপার মালিথিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তামিম  গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার  রাতে অভিযান চালিয়ে সি আর মামলা (নং ৪৭১/২৪) ওয়ারেন্ট ভুক্ত আসামি শৈলকুপা উপজেলার চর মালিথিয়া গ্রামের নর হরি কুন্ডু নামের এক ব্যক্তিকে ঝিনাইদহ সদর উপজেলার কুশোবাড়িয়া বাজার থেকে গ্রেফতার করেছে।

এ ব্যাপারে এসআই তামিম জানান দীর্ঘদিন নরহরি কুন্ডু পলাতক ছিলো। আমরা তাকে আটক করে করে কোট সোপর্দা করেছি।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …