Breaking News

শৈলকুপায় চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে কিশোরের মৃত্যু

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের শৈল কুপা পৌরসভার কবিরপুরের মসজিদ এলাকা নামক স্থানে চলন্ত  মোটরসাইকেলের পিছন থেকে পড়ে আসলা ম  হোসেন( ১৬) নামের  এক কিশোরের মৃত্যু হয়েছে।

নিহত আসলাম কবিরপুর গ্রামের নাছেম আলীর ছেলে।
শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।এলাকাবাসী সুত্রে জানা গেছে বন্ধুর সাথে মোটরসাইকেলে চরে যাওয়ার সময় আ সলাম হঠাৎ চলন্ত মোটরসাইকেল থেকে পাকা রাস্তার উপর পড়ে যায়।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা  হাসপাতা লে নিয়ে গেলে কতব্যরত  চিকিৎসকরা তাকে মৃত্যু বলে ঘোষণা করে।
এ ব্যাপারে শৈলকূপা থানার ওসি তদন্ত শাকিল আহমেদ জানান মোটরসাইকেল থেকে পরে আসলাম নামের এক  কিশোর মারা গেছে ।
পরিবার থেকে কোন অভিযোগ না থাকাই পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর  করা হয়েছে।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …