Breaking News

শৈলকুপায় তারেক রহমান ঘোষিত ৩১ দফার সমর্থনে বিএনপির  সমাবেশ ও গণ মিছিল 

 শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ঝিনাইদহে  সমাবেশ ও মিছিল করে ছে বিএনপি ।
মঙ্গলবার  বিকেলে শৈলকুপা উপজে লার ভাটই বাজার সরকারী ডিগ্রি  কলেজ মাঠে এই সমাবেশের আয়োজন করে ১৪ নং দুধসর ও ১৫ নং ফুলহরি ইউনিয়ন বিএনপি।  দুধসর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন   বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠ নিক সম্পাদক ও ঝিনাইদহ-১ শৈলকু পা আসনে বিএন পির  মনোনয়ন প্রত্যাশী  জয়ন্ত কুমার কুন্ডু। বিশেষ অতি থি হিসেবে বক্তব্য রাখেন  জেলা বিএন পির উপদেষ্টা মনিরুল ইসলাম হিটু, জেলা বিএ নপির যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান, জেলা বিএনপির মান বাধিকার বিষ য়ক সম্পাদক এ্যাড জাকা রিয়া মিলন, উপজেলা বিএ নপির সহ সভাপতি ও ১৫ নং ফুলহরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  ফিরোজ বিশ্বাস, জেলা বিএনপির সহ সাংগ ঠনিক সম্পাদক তো জাম হোসেনসহ প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি জয়ন্ত  কুমার কুন্ডু বলেন  তারে ক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও তার এই বার্তা তৃণমূলের জনগণের নিকট পৌঁছে দিতে সকলকে আহ্বান জানান।
নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের হুশিয়ারি দিয়ে বলেন, ২০২৩ সালে তারেক রহমান তার ৩১ দফার মধ্যে সংস্কারের ঘোষণা দিয়েছেন।যা একটি চলমান কাজ।
যাদের পরীক্ষার প্রস্তুতি ভালো না তারাই পরীক্ষা পেছা নোর চেষ্টা করছে। কিন্তু এই ষড়যন্ত্র কঠোরভাবে দমন করা হবে হুশিয়ারি দিয়ে তিনি বলেন সংস্কারের কথা যারা বলছেন তাদের বলি এই সংস্কার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।
আগামী ২৬ সালের ফেব্রুয়ারী মাসেই নির্বাচন হবে। কেও ঠেকাতে পারবে না৷সমাবেশ শেষে স্থানীয় ভাটই বাজারের বাবু জয়ন্ত কুমার কুণ্ডর নেতৃত্বে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা ।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …