শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতাঃআগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ -১ শৈলকুপা আসন থেকে বিএনপির দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন সদ্য পদত্যাগকৃত এ্যাটর্নী জেনারেল এ্যাডঃ মো: আসাদুজ্জা মান রবিবার বিকেলে সহকারী রিটার্নিও শৈলকুপা উপ জেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমানের কাছে জমা দেন।
Bartabd24.com সব খবর সবার আগে