Breaking News

শৈলকুপায় যথাযোগ্য মর্যাদায় কামান্না শহীদ দিবস পালিত

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা:
যথাযোগ্য মর্যাদায় ঝিনাইদহের শৈলকুপার কামান্না ২৭ শহীদ দিবস পালিত হয়েছে।
কামান্না সৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে  শহীদ বীর মুক্তি যোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনু ষ্ঠিত হয়।
বগুড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করেন।

২৬ নভেম্বর বুধবার সকালে উপজেলার বগুড়া ইউনি য়নের কামান্না গ্রামে ২৭ শহীদ স্মৃতিসৌধ সংলগ্ন স্কুল মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তি যোদ্ধা লুৎফর রহমান বিশ্বাস।

এসময় শহীদ মুক্তি যোদ্ধা দের স্মরণে উপস্থিত মুক্তিযো দ্ধাদের মধ্যে আব্দুর রাজ্জা ক, আব্দুল মজিদ মাস্টার, ফরিদ রেজা, আব্দুর রহমান, কামালুর রহমান, লুৎফর রহমান টুলু, আবুল হাশেম ও সাবেক চেয়ারম্যান রাকিবুল হাসান খান দিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মাগুরা ও ঝিনাইদ হের বীর মুক্তি যোদ্ধারা বক্তব্য রাখেন।কামান্না ২৭ শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের পাশে একটি জাদু ঘর নির্মাণ ও প্রতি বছর দিবসটি সরকারীভাবে পালনের দাবী জা নান বক্তারা। অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তি যোদ্ধা কামরুজ্জা মান লাল।জানা গেছে ১৯৭১ সা লের মুক্তিযুদ্ধে ঝিনাই দহের শৈলকুপা উপজেলার কামা ন্না গ্রামে পাকি স্তানি হানাদার বাহিনী ও তাদের দোস রদের হাতে ২৬ নভেম্বর শহীদ হওয়া ২৭ জন বীর মুক্তি যোদ্ধার স্মরণে দিবসটি পালিত হয়।
এই দিনে পাকি স্তানি সেনাবাহিনী ও রাজাকাররা অত র্কিত হামলা চালিয়ে মুক্তিযোদ্ধাদের নির্মমভাবে হত্যা করে।
শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে সেখানে স্মৃতিসৌধ ও স্মৃতিস্তম্ভ তৈরী করা হয়েছে।

About admin

Check Also

সাতক্ষীরায় সরবরাহের ঘাটতির অজুহাতে  বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় গত এক সপ্তাহ ধরে চলছে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। সরবরাহ …